২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কোয়ালকম ও অ্যাপলকে হটিয়ে শীর্ষে মিডিয়াটেক

কোয়ালকম ও অ্যাপলকে হটিয়ে শীর্ষে মিডিয়াটেক -

চীনের স্মার্টফোন বাজারে কোয়ালকম ও অ্যাপলকে হটিয়ে সবচেয়ে জনপ্রিয় চিপ হিসেবে জায়গা করে নিয়েছে মিডিয়াটেক। ডাটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান সিনো রিসার্চের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজারে বহুল ব্যবহৃত পাঁচটি সিস্টেম অন আ চিপ বা সক ব্র্যান্ডের তালিকা করেছে সিনো রিসার্চ। শীর্ষ পাঁচ চিপসেট ব্র্যান্ড হচ্ছে- মিডিয়াটেক, কোয়ালকম, অ্যাপল, হাইসিলিকন (হুয়াওয়ে) ও ইউনিসক

ডাইমেনসিটি ৯২০ ফাইভ-জি চিপসেটের জনপ্রিয়তা মিডিয়াটেকের শীর্ষস্থানে উঠে আসার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। গত কয়েক মাসে উন্মোচিত রেডমি নোট ১১ প্রো প্লাস, রিয়েলমি ৯ প্রো প্লাস ও শাওমি ১১ আই হাইপারচেঞ্জের মতো স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেকের এ চিপসেট।
শীর্ষস্থান হারালেও মোটামুটি স্থিতিশীল রয়েছে কোয়ালকমের চিপসেট বিক্রি। এন্ট্রিলেভেল ও মাঝারি পর্যায়ের চেয়ে ফ্ল্যাগশিপ চিপসেটে মনোযোগ বাড়ানোর ঘোষণা দিয়েছে কোয়ালকম। এ কারণে চিপসেট বিক্রি কমলেও আয় বেড়েছে তাদের।
আইফোন ১৩ বিক্রির ভরা মওসুম শেষের দিকে আসায় অ্যাপলের নিজস্ব চিপসেট বিক্রি কমেছে। এরই মধ্যে ভোক্তারা নতুন আইফোনের প্রহর গুনতে শুরু করেছেন।
চীনের স্মার্টফোন চিপসেট বাজারে ধীরে ধীরে পেছনের সারিতে নেমে এসেছে হুয়াওয়ের হাইসিলিকন। আগামী বছর কিংবা পরবর্তী প্রান্তিকেই শীর্ষ পাঁচ থেকে সরে যেতে পারে হাইসিলিকন।
এদিকে ধীরে ধীরে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে ইউনিসক। এন্ট্রিলেভেলের স্মার্টফোন চিপের চাহিদা বৃদ্ধি ইউনিসকের বিক্রিতে প্রভাব ফেলেছে। কোয়ালকম ও অ্যাপলের মতো বৃহৎ কোম্পানিগুলো যখন হাই-এন্ড চিপসেটের ওপর জোর দিচ্ছে, ইউনিসক তাদের ফেলে রাখা শূন্যস্থান পূরণের চেষ্টা করছে। ১০০ ডলার মূল্যসীমার মধ্যে থাকা রিয়েলমি, মটোরোলা ও স্যামসাংয়ের জন্য সাশ্রয়ী চিপসেট সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছে ইফনিসক।


আরো সংবাদ



premium cement